Class Three
Class Three
উদ্ভাস এর পক্ষ থেকে আমরা সবসময় একটা মেসেজ দিয়ে আসছি যে, “না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে।” কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, পড়াশোনা বুঝে পড়তে গেলে আমাদের অনেক সময় লেগে যায়। কারণ আমরা প্রয়োজন মতো গোছানো গাইডলাইন ও কন্টেন্ট পাই না। আর এই সবকিছু ম্যানেজ করতে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই এবং পড়াশোনার প্রতি আমাদের অনীহা তৈরি হয়। যা একটা সময় আমাদেরকে ঠেলে দেয় মুখস্থ বিদ্যার দিকে। ফলে আমরা ভালো ফলাফল অর্জনে ব্যর্থ হই। কিন্তু আমরা যা-ই পড়ি না কেনো, তা যদি গুছিয়ে পড়ি এবং বাস্তব উদাহরণের মাধ্যমে রিলেট করে বুঝে বুঝে আত্মস্থ করি; তাহলে আমরা শিক্ষার প্রকৃত রসদটা খুঁজে পাবো। আর এর মাধ্যমে বোর্ড পরীক্ষাসহ ভবিষ্যতের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো। আর এই সবকিছু মাথায় রেখেই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে আমাদের এই প্যারালাল টেক্সটগুলো।